Sunday, October 27, 2024

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, বহুনির্বাচনী প্রশ্নঃ ৩১-৫৫।

প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
৩১। কোনটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী?
       উত্তরঃ যকৃৎ কৃমি ও ফিতা কৃমি।

৩২। নেমাটোডা পর্বের প্রাণীদের অন্য নাম কি?
       উত্তরঃ নেমাথেলমিনথেস।

৩৩। অন্য প্রাণীর রক্ত ও অন্ত্রে বসবাস করে কোন পর্বের প্রাণীরা?
       উত্তরঃ নেমাটোডা।

৩৪। মানব দেহে বাস করে নান রকম ক্ষতি সাধন করে কোন পর্বের প্রাণীরা?
       উত্তরঃ নেমাটোডা।

৩৫। কোন পর্বের প্রাণীরা ভেজা ও সেঁতসেঁতে মাটিতে বসবাস করে?
        উত্তরঃ নেমাথেলমিনথেস।

৩৬। নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
- দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত।
- পৌস্টিকতন্ত্র সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত।
- শ্বসননতন্ত্র ও সংবহনতন্ত্র উপস্থিত।
- সাধারণত এক লিঙ্গ।
- দেহ গহ্বর অনাবৃত প্রকৃত সিলোম নেই।
৩৭। কোনটি নেমাটোডা পর্বের প্রাণী?
       উত্তরঃ গোল কৃমি ও ফাইলেরিয়া কৃমি।

৩৮। কোন পর্বের প্রাণীরা পাথর ও মাটিতে গত করে বসবাস করে?
        উত্তরঃ অ্যানেলিডা।

৩৯। কোন পর্বের প্রাণীরা সেঁতসেঁতে মাটিতে বসবাস করে?
        উত্তরঃ অ্যানেলিডা।

৪০। অ্যানেলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
- দেহ নলাকার ও খন্ডায়িত।
- নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।
- প্রতিটি খন্ডে সিটা থাকে (জোঁকে সিটা থাকে না)। সিটা চলাচলে সহায়তা করে।
৪১। কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণী?
       উত্তরঃ কেঁচো ও জোঁক।

৪২। প্রাণিজগতের সবচেয়ে বৃহতম পর্ব কোনটি?
       উত্তরঃ আর্থ্রোপোডা।

৪৩। কোন পর্বের প্রাণীরা পৃথিবীর সকল পরিবেশে বাস করতে সক্ষম?
        উত্তরঃ আর্থ্রোপোডা, মলাস্কা ও কর্ডাটা।

৪৪। কোন পর্বের অনেক প্রজাতি প্রাণি ডানার সাহায্যে উঠতে পারে?
       উত্তরঃ আর্থ্রোপোডা।

৪৫। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
- দেহ বিভিন্ন অঞ্চলে বিভিক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
- মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
- নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
- দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
৪৬। কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী?
        উত্তরঃ প্রজাপতি, চিংডি, আরশোলা, কাঁকড়া।

৪৭। কোন পর্বের প্রাণীরা প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে।
       উত্তরঃ মলাস্কা।

৪৮। মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
- দেহ নরম। নরম দেহটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে।
- পেশিবহুল পা দিয়ে এরা চলচল করে।
- ফুসফুস বা ফুলকার সাহায্যে এরা শ^সনকার্য চালায়।
৪৯। কোনটি মলাস্কা পর্বের প্রাণী?
        উত্তরঃ শামুক ও ঝিনুক।

৫০। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক?
        উত্তরঃ একাইনোডারমাটা।

৫১। কোন পর্বের প্রাণীদের স্থলে পাওয়া যায় না?
        উত্তরঃ একাইনোডারমাটা।

৫২। একাইনোডারমাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
- দেহত্বক কাটাযুক্ত।
- দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত।
- পানি সংবহনতন্ত্র থাকে এবং নালিপদের সাহায্যে চলাচল করে।
- পূর্ণাঙ্গ প্রাণীতে, অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না।
৫৩। কোনটি একাইনোডারমাটা পর্বের প্রাণী?
        উত্তরঃ তারামাছ ও সমুদ্র শশা।

৫৪। কোন পর্বের প্রাণীরা খেচর?
       উত্তরঃ কর্ডাটা।

৫৫। মানুষ কোন পর্বের প্রাণী?
       উত্তরঃ কর্ডাটা।

No comments:

Post a Comment