Monday, October 28, 2024

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, বহুনির্বাচনী প্রশ্নঃ ৬১-৯০।

প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
৬১। ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
· প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।
· শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে।
৬২। কোনটি ইউরোকর্ডাটা পর্বের প্রাণী?
        উত্তরঃ 
Ascidia.

৬৩। সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
· সারাজীবন এদের দেহে নটোকডের্র উপস্থিতি লক্ষ্য যায় থাকে।
· দেখতে মাছের মত।
৬৪। কোনটি সেফালোকর্ডাটা পর্বের প্রাণী?
        উত্তরঃ Branchchiostoma.

৬৫। সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
· সারাজীবন এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য যায় থাকে।
· দেখতে মাছের মত।
৬৬। কোন উপ পর্বের প্রাণীরা মেরুদন্ডী প্রাণী হিসেবে পরিচিত?
        উত্তরঃ ভার্টিব্রাটা।

৬৭। ভার্টিব্রাটা উপ পর্বের প্রাণীরা কয়টি শেণীতে বিভক্ত?
       উত্তরঃ ৭ টি শেণীতে।

68| মনে রাখবেঃ

ক্র/ম

উপ পর্বের নাম

উদাহরণ

ইউরোকর্ডাটা

Ascidia

সেফালোকর্ডাটা

Branchchiostoma

ভার্টিব্রাটা

Petromyzon


৬৯। কোনটি ভার্টিব্রাটা পর্বের প্রাণী?
        উত্তরঃ Petromyzon.

৭০। সাইক্লোস্টোমাটা শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ।
· দেহ লম্বাটে।
· মুখছিদ্র গোলাকার চোয়ালবিহীন।
· এদের দেহে আঁইশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত।
· ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বসন নেয়।
৭১। কোনটি সাইক্লোস্টোমাটা শ্রেণির প্রাণী?
       উত্তরঃ Petromyzon.

৭২। কোনটি কনড্রিকথিস শ্রেণির প্রাণী?
       উত্তরঃ হ্ঙ্গার, কারত মাছ, হাতুড়ি মাছ।

৭৩। কনড্রিকথিস শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ।
· এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে।
· কঙ্গাল তরুনাস্থিময়।
· দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত, মাথার দুই পাশে ৫-৭ জোড়া ফুলকা ছিদ্রে থাকে।
· কানকো থাকে না।
৭৪। অস্টিকথিস শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
      উত্তরঃ।
- অধিকাংশ স্বাদু পানির মাছ।  
- দেহ সাইক্লোয়েড, গ্যানয়েড, টিনয়েড ধরনের আঁইশ দ্বারা আবৃত। 
- মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়।
৭৫। কোনটি অস্টিকথিস শ্রেণির প্রাণী?
        উত্তরঃ ইলিশ মাছ, সি হর্স।

৭৬। উভচর প্রাণি কাকে বলে?

     উত্তরঃ মেরুদন্ডী প্রানিদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানি বাস করে এবং মাচেন মত বিশেষ ফুলকার সাহয্যে শ্বসন কার্য চালায়, পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তারাই উভচর প্রাণি। উদাহরণঃ সোনাব্যাঙ, কুনোব্যাঙ।


৭৭। উভচর শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ
· দেহত্বক আঁইশবিহীন।
· ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত।
· শীতল রক্তের প্রাণি।
· পানিতে ড়িম পাড়ে।
· জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়।
৭৮। কোনটি উভচর শ্রেণির প্রাণী?
       উত্তরঃ টিকটিকি, কুমির, সাপ।

৭৯। পক্ষীকুল শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
· দেহ পালকে আবৃত।
· দুটি ডানা দুটি পাখা ও একটি চঞ্চু আছে।
· ফুসফুসের সাথে বায়ু থলি থাকায় সহজে উড়তে পারে।
· উষ্ণ রক্তের প্রাণি।
· হাড় শক্ত, হালকা ও ফাঁপা।
৮০। কোনটি পক্ষীকুল শ্রেণির প্রাণী?
       উত্তরঃ কাক, দোয়েল, হাঁস।

৮১। কোনটি স্তন্যপায়ী শ্রেণির প্রাণী?
       উত্তরঃ মানুষ, উট, বাঘ।

৮২। কোন শ্রেণির প্রাণিরা উষ্ণ রক্তের?
       উত্তরঃ পক্ষীকূল, স্তন্যপায়ী শ্রেণির।

৮৩। স্তন্যপায়ী প্রাণিদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
· দেহ লোমে আবৃত।
· স্তন্যপায়ী প্রাণিরা সন্তান প্রসব করে। তবে এর ব্যতিক্রম আছে, যেমন- প্লাটিপাস।
· উষ্ণ রক্তের প্রাণি।
· চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে।
· শিমুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়।
· হ্নদপিন্ড চার প্রোকোষ্ট বিশিষ্ট।

 8মনে রাখবেঃ

ক্র/ম

শ্রেনির নাম

D`vniY

সাইক্লোস্টোমাটা

Petromyzon.

কনড্রিকথিস

nv&½i, KviZ gvQ, nvZzwo gvQ|

অস্টিকথিস

Bwjk gvQ, wm nm©|

উভচর

†mvbve¨vO, Kz‡bve¨vO|

সরীসৃফ

wUKwUwK, Kzwgi, mvc|

পক্ষীকূল

KvK, †`v‡qj, nuvm|

স্তন্যপায়ী

gvbyl, DU, evN|

  ৮৫। কোন প্রাণীকে শনাক্ত করতে হলে কয়টি ধাপে মিলিয়ে নিতে হয়? 

        উত্তরঃ ৭টি ধাপে।

৮৬। প্রাণীদের শনাক্ত করার ধাপগুলো লিখ।

ক্র/নং

ধাপ (বাংলা)

ধাপ (ইংরেজী)

জগৎ

Kingdom

পর্ব

Phylum

শ্রেণি

Class

বর্গ

Order

গোত্র

Family

গণ

Genus

প্রজাতি

Sub Phylum


৮৭। এককোষী প্রাণিদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
       উত্তরঃ ১ ভাগে।

৮৭। বহুকোষী প্রাণিদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
       উত্তরঃ ৯ ভাগে।

৮৮। কোন শ্রেণির প্রাণিরা শীতল রক্তের?
       উত্তরঃ উভচর।

৮৯। কোনটি শীতল রক্তের প্রাণি?
        উত্তরঃ সোনাব্যাঙ, কুনোব্যাঙ।

৯০। স্তন্যপায়ী প্রাণি হয়েও কোনটি ডিম পাড়ে।
       উত্তরঃ প্লাটিপাস।

No comments:

Post a Comment