Sunday, October 27, 2024

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, বহুনির্বাচনী প্রশ্নঃ ৫৬-৬০।

 প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
৫৬। কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
 - এই পর্বের প্রাণীর সারাজীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড অবস্থান করে। 
 - নটোকর্ড হল একটা নরম, নমনীয়, দন্ডাকার,দৃঢ় ও অখন্ডায়িত অঙ্গ।
 - পৃষ্ঠদেশে একক, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।
 - সারা জীবন অথবা জীবন চক্রের কোন এক পর্যায়ে পাশ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে।

৫৭। কোনটি কর্ডাটা পর্বের প্রাণী?
      উত্তরঃ মানুষ, কুনোব্যাঙ, রুই মাছ।

৫৮। মনে রাখবেঃ

ক্র/নং

পর্বের নাম

উদাহরণ

পর্বের নাম

Spongilla, Scypha

পরিফেরা

Hydra, Obelia

নিডারিয়া

যকৃৎ কৃমি ও ফিতা কৃমি।

প্লাটিহেলমিনথেস

গোল কৃমি ও ফাইলেরিয়া কৃমি।

নেমাটোডা

কেঁচো ও জোঁক।

অ্যানেলিডা

প্রজাপতি, চিংডি, আরশোলা, কাঁকড়া।

আর্থ্রোপোডা

শামুক ও ঝিনুক।

মালাস্কা

তারামাছ ও সমুদ্র শশা।

একাইনোডারমাটা

মানুষ, কুনোব্যাঙ, রুই মাছ।

 ৫৯। মনে রাখবেঃ

ক্র/নং

পর্বের নাম

বৈশিষ্ট্য

প্লাটিহেলমিনথেস

শিখা অঙ্গ ও কিউটিকল থাকে

ইউরোকর্ডাটা উপ পর্ব

লেজে নটোকর্ড থাকে

সেফালোকর্ডাটা উপ পর্ব

দেহে নটোকর্ড থাকে

নিডারিয়া

সিলেন্টেরন থাকে

নিডারিয়া

নিডোব্লাস্ট কোষ থাকে

আর্থ্রোপোডা

রক্তপূর্ণ গহ্বর হিমোসিল থাকে

একাইনোডারমাটা

নালিপদ থাকে

নেমাটোডা

সিলোম নেই

অ্যানেলিডা

সিটা থাকে

১০

মলাস্কা।

ম্যান্টল

 ৬০। কর্ডাটা পর্বের উপ পর্ব কয়টি? ও কি কি?

      উত্তরঃ ৩ টি। যথা-  

-  ইউরোকর্ডাটা,       

-  সেফালোকর্ডাটা ও  

-  ভার্টিব্রাটা।

No comments:

Post a Comment