Sunday, October 27, 2024

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, বহুনির্বাচনী প্রশ্নঃ ১-৩০।

প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

১। কোনটি আনুবীক্ষণিক প্রাণী?
     উত্তরঃ অ্যামিবা।

২। প্রাণীর বিভিন্নতা কিসের বৈচিত্র্যের উপর নির্ভর করে?
     উত্তরঃ পরিবেশের।

৩। ভিন্ন ভিন্ন .........ও .......প্রাণীবৈচিত্র্যে ভিন্ন রকম হয়।
      উত্তরঃ পরিবেশ, বাসস্থানে।

৪। শ্রেণিবিন্যাস কাকে বলে?
     উত্তরঃ সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে বিন্যস্ত করার পদ্মতিকে শ্রেণিবিন্যাস বলে।

৫। আজ পর্যন্ত কত প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?
     উত্তরঃ প্রায় ১৫ লক্ষ প্রজাতি।

৬। প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় কোনটি?
      উত্তরঃ শ্রেণিবিন্যাস।

৭। কিসের উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা হয়?
     উত্তরঃ প্রাণিদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণির মধ্যে মিল, অমিল ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে।

৭। শ্রেনীবিন্যাসবিদ্যা কাকে বলে?
     উত্তরঃ প্রয়োজনের তাগিদে বতমানে জীববিজ্ঞানের যে স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম শ্রেণিবিন্যাসবিদ্যা।

৮। শ্রেণি বিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কোনটি?
     উত্তরঃ প্রজাতি।

৯। কোন প্রাণির শ্রেণিবিন্যাস করতে হলে সেই প্রাণিকে ..............অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়।
     উত্তরঃ বৈশিষ্ট্য।

১০। শ্রেণিবিন্যাসের জনক কে?
       উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস।

১১। সর্ব প্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন কে?
       উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস।

১২। দ্বিপদ বা দুই অংশবিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন কে?
       উত্তরঃ উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস।

১৩। মানুষের বৈজ্ঞানিক নাম কি?

       উত্তরঃ Homo Sapiens.

১৪। বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়?
       উত্তরঃ ইংরেজী বা ল্যাটিন ভাষায়।

১৫। আধুনিক শ্রেণিবিন্যাসে সকল প্রাণি কোন জগতের অন্তর্ভুক্ত?
       উত্তরঃ অ্যানিম্যালিয়া।

১৬। আধুনিক শ্রেণিবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি ........জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে।
        উত্তরঃ প্রোটিস্টা।

১৭। প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে? ও কি কি?
       উত্তরঃ ৯ টি। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মালাস্কা, একাইনোডারমাটা, কর্ডাটা।

১৯। অমেরুদন্ডের প্রাণী কোনগুলো?
       উত্তরঃ প্রথম ৮ পর্বের প্রাণীরা।

২০। মেরুদন্ডের প্রাণী কোনগুলো?
        উত্তরঃ শেষ পর্বের প্রাণীরা।

২১। কর্ডাটা পর্বের উপ পর্ব কয়টি? ও কি কি?
       উত্তরঃ ৩ টি। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিব্রাটা।

২২। ভার্টিব্রাটা উপ পর্বের শ্রেণি কয়টি? ও কি কি?
       উত্তরঃ ৭ টি, সাইক্লোস্টোমাটা, কনড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃফ, পক্ষীকূল ও স্তন্যপায়ী।

২৩। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে ...নামে পরিচিত। এরা সাধারণত ...................হয়ে বসবাস করে।
        উত্তরঃ স্পঞ্জ, দলবদ্ধ।

২৪। পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
- সরলতম বহুকোষী প্রাণী।
- দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্রবস্তু প্রবেশ করে।
- কোন পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না।
২৫। নিডারিয়া পর্ব ইতোপূর্বে ........ নাসে পরিচিত ছিলো।
        উত্তরঃ সিলেন্টারেটা।

২৬। কোন পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়?
         উত্তরঃ নিডারিয়া।

২৭। দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে কোন পর্বের প্রাণিরা?
        উত্তরঃ নিডারিয়া।

২৮। নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
- দেহ দুটি ভ্রুনীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহেরে বাহিরের দিকের স্তরটি এক্টোর্ডাম এবং ভিতরের স্তরটি এন্ডোর্ডাম।
- দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়।
- এক্টোর্ডামে নিডোব্লাস্ট বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয়।

২৯। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
- দেহ চ্যাপটা, উভলিঙ্গ।
- বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী।
- দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত।
- দেহে চোষক ও আংটা থাকে।
- দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে।
- পৌস্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত।
৩০। কোনটি নিডারিয়া পর্বের প্রাণী?
        উত্তরঃ Hydra, Obelia.

No comments:

Post a Comment