Thursday, October 31, 2024

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, বহুনির্বাচনী প্রশ্নঃ

 প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

বহুনির্বাচনী প্রশ্নঃ
১. কোনটি Mollusca পর্বের প্রাণী? 
    উত্তরঃ ঝিনুক।

২. স্কাইফা ও হাইড্রা উভয়ই- i. দ্বিসতরী ii. বহুকোষী iii. সুগঠতি তন্ত্রবিহীন। নিচের কোনটি সঠিক?
    উত্তরঃ ii. ও iii.

নিচের ছকটি লক্ষ কর এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নরে উত্তর দাও

m

প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহগহ্বর থাকে

n

প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে

o

প্রাণী ডিম পাড়ে এবং শীতল রক্তবিশিষ্ট

p

প্রাণীর আঁইশ এবং যুগ্ম পাখনা থাকে


৩. ছকের কোন প্রাণীটি অমরেুদন্ডী? 
     উত্তরঃ m

৪. উড়তে পারে-
     i. m ও n প্রাণী
    ii. n ও o প্রাণী
    iii. m ও p প্রাণী নিচের কোনটি সঠিক?
    উত্তরঃ i

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, সংক্ষপ্তি উত্তর প্রশ্নঃ

প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
সংক্ষপ্তি উত্তর প্রশ্নঃ

১. কোনো প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? এ অংশগুলো কী কী? মানুষের বৈজ্ঞানকি নাম কী?
উত্তরঃ কোনো প্রাণীর দ্বিপদ নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয়। এ অংশগুলো হল গণপ্রজাতি। মানুষের বৈজ্ঞনিক নাম হলো: Homo Sapiens.

২. স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য লেখ।
    উত্তরঃ স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য নিম্নরুপ-
· দেহ লোমে আবৃত।
· স্তন্যপায়ী প্রাণিরা সন্তান প্রসব করে। তবে এর ব্যতিক্রম আছে, যেমন- প্লাটিপাস।
· উষ্ণ রক্তের প্রাণি।
· চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে।
· শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়।
· হ্নদপিন্ড চার প্রোকোষ্ট বিশিষ্ট।
৩. ইউরোকর্ডটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কী কী?
     উত্তরঃ ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নিম্নরুপ-
· প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।
· শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে।
৪. চিংড়ি কোন র্পবরে প্রাণী? এদরে বৈশিষ্ট্যগুলো কী কী?
    উত্তরঃ চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্য নিম্নরুপ-
· দেহ বিভিন্ন অঞ্চলে বিভিক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
· মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
· নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
· দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
৫. তোমার চেনা জানা পাঁচটি আর্থ্রোপোডার নাম লেখ?
উত্তরঃ পাঁচটি আর্থ্রোপোডার নাম হল- প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া ও ঘাসফড়িং।

Wednesday, October 30, 2024

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, অনুশীলনীঃ


প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
অনুশীলনী

শূন্যস্থান পূরণ করঃ
১. যকৃত কৃমির রেচন অঙ্গ হলো---------।
    উত্তরঃ শিখা কোষ।

২. ---------উপ পর্বের প্রাণীরা মরেুদন্ডী।
   উত্তরঃ ভার্টভিব্রাটা।

৩. ইউকোকর্ডটা উপ র্পবভুক্ত প্রাণীদরে লেজে--------থাকে।
    উত্তরঃ নটোর্কড।

৪. ---------পেশিবহুল পা দিয়ে চলাচল কর।
    উত্তরঃ মলাস্কা র্পবরে প্রাণীরা।

৫. চিংড়ি রক্তর্পূণ গহবরকে--------বল।
     উত্তরঃ হিমোসিল।

Tuesday, October 29, 2024

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, বহুনির্বাচনী প্রশ্নঃ ৯১-১২২।

 প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
৯১। কোনটি পরিফেরা পর্বের প্রাণী?
       উত্তরঃ Spongilla, Scypha.
 
১০০। আর্থ্রোপোডা পর্বের প্রণিদের দেহে রক্তপূর্ণ গহ্বর নামে পরিচিত?
         উত্তরঃ হিমোসিল।
 
১০১। কোন পর্বের প্রাণিরা উড়তে পারে?
         উত্তরঃ আর্থ্রোপোডা পর্বের।
 
১০২। কোন পর্বের প্রাণিদের নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে?
         উত্তরঃ অ্যানেলিডা।
 
১০৩ কোন পর্বের প্রাণিদের শিখা অঙ্গ নামক রেচন অঙ্গ থাকে?
        উত্তরঃ প্লাটিহেলমিনথেস।
 
১০৪। কোন শ্রেনির সকল প্রাণি সমুদ্রে বাস করে?
         উত্তরঃ কনড্রিকথিস।
 
১০৫। কোন পর্বের সকল প্রাণি সমুদ্রে বাস করে?
         উত্তরঃ একাইনোডারমাটা।
 
১০৬। ইউরোকর্ডাটা প্রাণিদের লেজে কি থাকে?
         উত্তরঃ নটোকর্ড।
 
১০৭। বৈজ্ঞানিক নামকরণ কাকে বলে?
        উত্তরঃ একটি জীবের নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়। এ নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন-মানুষের বৈজ্ঞানিক নামকরণ হল Homo Sapiens.
 
১০৮। পেস্ট কাকে বলে?
         উত্তরঃ ক্ষতিকর পোকাদের।
 
১০৯। কোনটি ফুলকার সাহায্যে শসনকার্য চালায়?
         উত্তরঃ জলজ।
 
১০৯। কোনটি ফুমফুসের সাহায্যে শসনকার্য চালায়?
          উত্তরঃ যারা স্থলে বাস করে।
 
১১০। মস্তিষ্ক কিসের মধ্যে সুরক্ষিত থাকে?
        উত্তরঃ করোটির মধ্যে।
 
১১১। কোনটি মস্তিষ্কে পরিণত হয়?
        উত্তরঃ স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত।
 
১১২। কোনটি উন্নত প্রাণি?
        উত্তরঃ ভার্টিব্রাটা।
 
১১৩। কোনটি মেরুদন্ডে পরিণত হয়?
         উত্তরঃ নটোকর্ড।
 
১১৪। সিলেন্টেরন কাকে বলে?
         উত্তরঃ প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে সিলেন্টরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে।
 
১১৫। ভ্রুনস্তর কাকে বলে?
         উত্তরঃ ভ্রুনের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাকে ভ্রুনস্তর বলে।
 
১১৬। সিলোম কাকে বলে?
         উত্তরঃ বহুকোষী প্রাণীর পৌষ্টিকনালি ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে।
 
১১৭। কোনটির ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়?
         উত্তরঃ হিমোসিলের ভিতর দিয়ে।
 
১১৮। প্রাণিজগতে কোন পর্বের প্রাণিদের সংখ্যা বেশী?
         উত্তরঃ আর্থ্রোপোডা।
 
১১৯। মলাস্কা পর্বের প্রাণিদের নরম দেহ কি দ্বারা আবৃত থাকে?
         উত্তরঃ ম্যান্টল।
 
১২০। মলাস্কা পর্বের প্রাণিরা কি দিযে চলাচল করে?
         উত্তরঃ মংসল পা দিয়ে।
 
১২১। অরীয় প্রতিসম প্রাণি কাকে বলে?
        উত্তরঃ যে সমস্ত প্রাণিকে এদের দেহের কেন্দ্রিয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই ভাগে ভাগ কারা যায় তাকে অরীয় প্রতিসম প্রাণি বলে। যথা- তারামাছ।
 
১২২। কর্ডাটা পর্বের প্রাণিরা কি নামে পরিচিত?
         উত্তরঃ কর্ডেট।

Monday, October 28, 2024

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, বহুনির্বাচনী প্রশ্নঃ ৬১-৯০।

প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
৬১। ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
· প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।
· শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে।
৬২। কোনটি ইউরোকর্ডাটা পর্বের প্রাণী?
        উত্তরঃ 
Ascidia.

৬৩। সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
· সারাজীবন এদের দেহে নটোকডের্র উপস্থিতি লক্ষ্য যায় থাকে।
· দেখতে মাছের মত।
৬৪। কোনটি সেফালোকর্ডাটা পর্বের প্রাণী?
        উত্তরঃ Branchchiostoma.

৬৫। সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
· সারাজীবন এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য যায় থাকে।
· দেখতে মাছের মত।
৬৬। কোন উপ পর্বের প্রাণীরা মেরুদন্ডী প্রাণী হিসেবে পরিচিত?
        উত্তরঃ ভার্টিব্রাটা।

৬৭। ভার্টিব্রাটা উপ পর্বের প্রাণীরা কয়টি শেণীতে বিভক্ত?
       উত্তরঃ ৭ টি শেণীতে।

68| মনে রাখবেঃ

ক্র/ম

উপ পর্বের নাম

উদাহরণ

ইউরোকর্ডাটা

Ascidia

সেফালোকর্ডাটা

Branchchiostoma

ভার্টিব্রাটা

Petromyzon


৬৯। কোনটি ভার্টিব্রাটা পর্বের প্রাণী?
        উত্তরঃ Petromyzon.

৭০। সাইক্লোস্টোমাটা শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ।
· দেহ লম্বাটে।
· মুখছিদ্র গোলাকার চোয়ালবিহীন।
· এদের দেহে আঁইশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত।
· ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বসন নেয়।
৭১। কোনটি সাইক্লোস্টোমাটা শ্রেণির প্রাণী?
       উত্তরঃ Petromyzon.

৭২। কোনটি কনড্রিকথিস শ্রেণির প্রাণী?
       উত্তরঃ হ্ঙ্গার, কারত মাছ, হাতুড়ি মাছ।

৭৩। কনড্রিকথিস শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ।
· এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে।
· কঙ্গাল তরুনাস্থিময়।
· দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত, মাথার দুই পাশে ৫-৭ জোড়া ফুলকা ছিদ্রে থাকে।
· কানকো থাকে না।
৭৪। অস্টিকথিস শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
      উত্তরঃ।
- অধিকাংশ স্বাদু পানির মাছ।  
- দেহ সাইক্লোয়েড, গ্যানয়েড, টিনয়েড ধরনের আঁইশ দ্বারা আবৃত। 
- মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়।
৭৫। কোনটি অস্টিকথিস শ্রেণির প্রাণী?
        উত্তরঃ ইলিশ মাছ, সি হর্স।

৭৬। উভচর প্রাণি কাকে বলে?

     উত্তরঃ মেরুদন্ডী প্রানিদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানি বাস করে এবং মাচেন মত বিশেষ ফুলকার সাহয্যে শ্বসন কার্য চালায়, পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তারাই উভচর প্রাণি। উদাহরণঃ সোনাব্যাঙ, কুনোব্যাঙ।


৭৭। উভচর শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ
· দেহত্বক আঁইশবিহীন।
· ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত।
· শীতল রক্তের প্রাণি।
· পানিতে ড়িম পাড়ে।
· জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়।
৭৮। কোনটি উভচর শ্রেণির প্রাণী?
       উত্তরঃ টিকটিকি, কুমির, সাপ।

৭৯। পক্ষীকুল শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
· দেহ পালকে আবৃত।
· দুটি ডানা দুটি পাখা ও একটি চঞ্চু আছে।
· ফুসফুসের সাথে বায়ু থলি থাকায় সহজে উড়তে পারে।
· উষ্ণ রক্তের প্রাণি।
· হাড় শক্ত, হালকা ও ফাঁপা।
৮০। কোনটি পক্ষীকুল শ্রেণির প্রাণী?
       উত্তরঃ কাক, দোয়েল, হাঁস।

৮১। কোনটি স্তন্যপায়ী শ্রেণির প্রাণী?
       উত্তরঃ মানুষ, উট, বাঘ।

৮২। কোন শ্রেণির প্রাণিরা উষ্ণ রক্তের?
       উত্তরঃ পক্ষীকূল, স্তন্যপায়ী শ্রেণির।

৮৩। স্তন্যপায়ী প্রাণিদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
· দেহ লোমে আবৃত।
· স্তন্যপায়ী প্রাণিরা সন্তান প্রসব করে। তবে এর ব্যতিক্রম আছে, যেমন- প্লাটিপাস।
· উষ্ণ রক্তের প্রাণি।
· চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে।
· শিমুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়।
· হ্নদপিন্ড চার প্রোকোষ্ট বিশিষ্ট।

 8মনে রাখবেঃ

ক্র/ম

শ্রেনির নাম

D`vniY

সাইক্লোস্টোমাটা

Petromyzon.

কনড্রিকথিস

nv&½i, KviZ gvQ, nvZzwo gvQ|

অস্টিকথিস

Bwjk gvQ, wm nm©|

উভচর

†mvbve¨vO, Kz‡bve¨vO|

সরীসৃফ

wUKwUwK, Kzwgi, mvc|

পক্ষীকূল

KvK, †`v‡qj, nuvm|

স্তন্যপায়ী

gvbyl, DU, evN|

  ৮৫। কোন প্রাণীকে শনাক্ত করতে হলে কয়টি ধাপে মিলিয়ে নিতে হয়? 

        উত্তরঃ ৭টি ধাপে।

৮৬। প্রাণীদের শনাক্ত করার ধাপগুলো লিখ।

ক্র/নং

ধাপ (বাংলা)

ধাপ (ইংরেজী)

জগৎ

Kingdom

পর্ব

Phylum

শ্রেণি

Class

বর্গ

Order

গোত্র

Family

গণ

Genus

প্রজাতি

Sub Phylum


৮৭। এককোষী প্রাণিদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
       উত্তরঃ ১ ভাগে।

৮৭। বহুকোষী প্রাণিদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
       উত্তরঃ ৯ ভাগে।

৮৮। কোন শ্রেণির প্রাণিরা শীতল রক্তের?
       উত্তরঃ উভচর।

৮৯। কোনটি শীতল রক্তের প্রাণি?
        উত্তরঃ সোনাব্যাঙ, কুনোব্যাঙ।

৯০। স্তন্যপায়ী প্রাণি হয়েও কোনটি ডিম পাড়ে।
       উত্তরঃ প্লাটিপাস।

Sunday, October 27, 2024

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, বহুনির্বাচনী প্রশ্নঃ ৫৬-৬০।

 প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
৫৬। কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
 - এই পর্বের প্রাণীর সারাজীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড অবস্থান করে। 
 - নটোকর্ড হল একটা নরম, নমনীয়, দন্ডাকার,দৃঢ় ও অখন্ডায়িত অঙ্গ।
 - পৃষ্ঠদেশে একক, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।
 - সারা জীবন অথবা জীবন চক্রের কোন এক পর্যায়ে পাশ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে।

৫৭। কোনটি কর্ডাটা পর্বের প্রাণী?
      উত্তরঃ মানুষ, কুনোব্যাঙ, রুই মাছ।

৫৮। মনে রাখবেঃ

ক্র/নং

পর্বের নাম

উদাহরণ

পর্বের নাম

Spongilla, Scypha

পরিফেরা

Hydra, Obelia

নিডারিয়া

যকৃৎ কৃমি ও ফিতা কৃমি।

প্লাটিহেলমিনথেস

গোল কৃমি ও ফাইলেরিয়া কৃমি।

নেমাটোডা

কেঁচো ও জোঁক।

অ্যানেলিডা

প্রজাপতি, চিংডি, আরশোলা, কাঁকড়া।

আর্থ্রোপোডা

শামুক ও ঝিনুক।

মালাস্কা

তারামাছ ও সমুদ্র শশা।

একাইনোডারমাটা

মানুষ, কুনোব্যাঙ, রুই মাছ।

 ৫৯। মনে রাখবেঃ

ক্র/নং

পর্বের নাম

বৈশিষ্ট্য

প্লাটিহেলমিনথেস

শিখা অঙ্গ ও কিউটিকল থাকে

ইউরোকর্ডাটা উপ পর্ব

লেজে নটোকর্ড থাকে

সেফালোকর্ডাটা উপ পর্ব

দেহে নটোকর্ড থাকে

নিডারিয়া

সিলেন্টেরন থাকে

নিডারিয়া

নিডোব্লাস্ট কোষ থাকে

আর্থ্রোপোডা

রক্তপূর্ণ গহ্বর হিমোসিল থাকে

একাইনোডারমাটা

নালিপদ থাকে

নেমাটোডা

সিলোম নেই

অ্যানেলিডা

সিটা থাকে

১০

মলাস্কা।

ম্যান্টল

 ৬০। কর্ডাটা পর্বের উপ পর্ব কয়টি? ও কি কি?

      উত্তরঃ ৩ টি। যথা-  

-  ইউরোকর্ডাটা,       

-  সেফালোকর্ডাটা ও  

-  ভার্টিব্রাটা।

অষ্টম শ্রেণী, সাধারণ বিজ্ঞান, প্রথম অধ্যায়, বহুনির্বাচনী প্রশ্নঃ ৩১-৫৫।

প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
৩১। কোনটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী?
       উত্তরঃ যকৃৎ কৃমি ও ফিতা কৃমি।

৩২। নেমাটোডা পর্বের প্রাণীদের অন্য নাম কি?
       উত্তরঃ নেমাথেলমিনথেস।

৩৩। অন্য প্রাণীর রক্ত ও অন্ত্রে বসবাস করে কোন পর্বের প্রাণীরা?
       উত্তরঃ নেমাটোডা।

৩৪। মানব দেহে বাস করে নান রকম ক্ষতি সাধন করে কোন পর্বের প্রাণীরা?
       উত্তরঃ নেমাটোডা।

৩৫। কোন পর্বের প্রাণীরা ভেজা ও সেঁতসেঁতে মাটিতে বসবাস করে?
        উত্তরঃ নেমাথেলমিনথেস।

৩৬। নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
- দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত।
- পৌস্টিকতন্ত্র সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত।
- শ্বসননতন্ত্র ও সংবহনতন্ত্র উপস্থিত।
- সাধারণত এক লিঙ্গ।
- দেহ গহ্বর অনাবৃত প্রকৃত সিলোম নেই।
৩৭। কোনটি নেমাটোডা পর্বের প্রাণী?
       উত্তরঃ গোল কৃমি ও ফাইলেরিয়া কৃমি।

৩৮। কোন পর্বের প্রাণীরা পাথর ও মাটিতে গত করে বসবাস করে?
        উত্তরঃ অ্যানেলিডা।

৩৯। কোন পর্বের প্রাণীরা সেঁতসেঁতে মাটিতে বসবাস করে?
        উত্তরঃ অ্যানেলিডা।

৪০। অ্যানেলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
- দেহ নলাকার ও খন্ডায়িত।
- নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।
- প্রতিটি খন্ডে সিটা থাকে (জোঁকে সিটা থাকে না)। সিটা চলাচলে সহায়তা করে।
৪১। কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণী?
       উত্তরঃ কেঁচো ও জোঁক।

৪২। প্রাণিজগতের সবচেয়ে বৃহতম পর্ব কোনটি?
       উত্তরঃ আর্থ্রোপোডা।

৪৩। কোন পর্বের প্রাণীরা পৃথিবীর সকল পরিবেশে বাস করতে সক্ষম?
        উত্তরঃ আর্থ্রোপোডা, মলাস্কা ও কর্ডাটা।

৪৪। কোন পর্বের অনেক প্রজাতি প্রাণি ডানার সাহায্যে উঠতে পারে?
       উত্তরঃ আর্থ্রোপোডা।

৪৫। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
- দেহ বিভিন্ন অঞ্চলে বিভিক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
- মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
- নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
- দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
৪৬। কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী?
        উত্তরঃ প্রজাপতি, চিংডি, আরশোলা, কাঁকড়া।

৪৭। কোন পর্বের প্রাণীরা প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে।
       উত্তরঃ মলাস্কা।

৪৮। মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
        উত্তরঃ
- দেহ নরম। নরম দেহটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে।
- পেশিবহুল পা দিয়ে এরা চলচল করে।
- ফুসফুস বা ফুলকার সাহায্যে এরা শ^সনকার্য চালায়।
৪৯। কোনটি মলাস্কা পর্বের প্রাণী?
        উত্তরঃ শামুক ও ঝিনুক।

৫০। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক?
        উত্তরঃ একাইনোডারমাটা।

৫১। কোন পর্বের প্রাণীদের স্থলে পাওয়া যায় না?
        উত্তরঃ একাইনোডারমাটা।

৫২। একাইনোডারমাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।
       উত্তরঃ
- দেহত্বক কাটাযুক্ত।
- দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত।
- পানি সংবহনতন্ত্র থাকে এবং নালিপদের সাহায্যে চলাচল করে।
- পূর্ণাঙ্গ প্রাণীতে, অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না।
৫৩। কোনটি একাইনোডারমাটা পর্বের প্রাণী?
        উত্তরঃ তারামাছ ও সমুদ্র শশা।

৫৪। কোন পর্বের প্রাণীরা খেচর?
       উত্তরঃ কর্ডাটা।

৫৫। মানুষ কোন পর্বের প্রাণী?
       উত্তরঃ কর্ডাটা।