প্রথম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
সংক্ষপ্তি উত্তর প্রশ্নঃ
১. কোনো প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? এ অংশগুলো কী কী? মানুষের বৈজ্ঞানকি নাম কী?
উত্তরঃ কোনো প্রাণীর দ্বিপদ নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয়। এ অংশগুলো হল গণ ও প্রজাতি। মানুষের বৈজ্ঞনিক নাম হলো: Homo Sapiens.
২. স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য নিম্নরুপ-
· দেহ লোমে আবৃত।৩. ইউরোকর্ডটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কী কী?
· স্তন্যপায়ী প্রাণিরা সন্তান প্রসব করে। তবে এর ব্যতিক্রম আছে, যেমন- প্লাটিপাস।
· উষ্ণ রক্তের প্রাণি।
· চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে।
· শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়।
· হ্নদপিন্ড চার প্রোকোষ্ট বিশিষ্ট।
উত্তরঃ ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নিম্নরুপ-
· প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।৪. চিংড়ি কোন র্পবরে প্রাণী? এদরে বৈশিষ্ট্যগুলো কী কী?
· শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে।
উত্তরঃ চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্য নিম্নরুপ-
· দেহ বিভিন্ন অঞ্চলে বিভিক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।৫. তোমার চেনা জানা পাঁচটি আর্থ্রোপোডার নাম লেখ?
· মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
· নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
· দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
উত্তরঃ পাঁচটি আর্থ্রোপোডার নাম হল- প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া ও ঘাসফড়িং।
No comments:
Post a Comment